দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত দেশ: চরমোনাই পির

বাংলাদেশ দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। মঙ্গলবার (২৪ মে) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
চরমোনাই পির বলেন, সব জাতীয় দৈনিকে এসেছে ১৯৭২-৭৩ সাল থেকে শুরু করে ২০১৮-১৯ এই ৪৬ অর্থবছরে বাংলাদেশে কালো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৮৮ লাখ ৬১ হাজার কোটি টাকা। একই সময়ে আট লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।
তিনি আরও বলেন, এ দুর্নীতি কোনো আলেম-ওলামা করেনি, দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ করেনি। দুর্নীতির সঙ্গে জড়িত সরকারদলীয় লোক।
নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ কষ্টে রয়েছে উল্লেখ করে রেজাউল করীম বলেন, দেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আজ অসহায় জীবন-যাপন করছে। নিত্যপণ্যের আকাশচুম্বী মূল্যবৃদ্ধির কারণে কম আয়ের মানুষ এবং মধ্য ও নিম্ন মধ্যবিত্তরা কষ্টে দিনাতিপাত করছে। অথচ দেশের টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে।
এসময় তিনি পাচার করা টাকাগুলো ফিরিয়ে এনে অসহায় মানুষের কল্যাণে ব্যয় করার আহ্বান জানান।
একই সঙ্গে ২৭ মে চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করতে সমর্থকদের আহ্বান জানান চরমোনাই পির।
এমআইএস/জেডএইচ/এএসএম