শিক্ষকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার: মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, সাধারণ মানুষের পাশপাশি শিক্ষকদের নিরাপত্তা দিতেও সরকার ব্যর্থ হচ্ছে।
বুধবার (২৯ জুন) সকাল ১০টায় তোপখানা রোডে দলীয় কার্যালয়ে ‘শিক্ষক-শিক্ষার্থী নিরাপত্তা আইন প্রণয়ন প্রসঙ্গ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ সময় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য শেখ লিজা প্রমুখ বক্তব্য দেন।
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান বলেন, বন্যাক্রান্ত ১৪টি জেলায় লাখ লাখ মানুষ সহায়তার আশায় পথ চেয়ে আছে। কিন্তু তাদের পাশে না দাঁড়িয়ে একের পর এক উৎসব হচ্ছে।
আইন হচ্ছে কিন্তু শিক্ষক হত্যা ও শিক্ষকদের ওপর হামলা বন্ধ হচ্ছে না। বরং দেশে শান্তি-সমৃদ্ধি ফিরিয়ে আনতে অনতিবিলম্বে আইনের শাসন প্রতিষ্ঠার সময় এসেছে।
এসইউজে/এমআইএইচএস/এমআরএম/জিকেএস