বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জানা গেছে, শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে ফাঁকা জায়গায় একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটায় সে বিষয়ে কিছু জানা যায়নি।
বিএনপির দপ্তরের সংযুক্ত থাকা কেন্দ্রীয় নেতা তারিকুল ইসলাম এ বিষয়ে জাগো নিউজকে বলেন, সন্ধ্যার পর পার্টি অফিসের সামনে ফাঁকা জায়গায় রাস্তায় একটা ককটেল বিস্ফোরণ হয়েছে বলে শুনেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬টার পর এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তাদের অনুমান, চলন্ত গাড়ি থেকে কেউ ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণের ঘটনা ঘটাতে পারে।
পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, আমরা শুনেছি সন্ধ্যায় পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটায় তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
কেএইচ/এমআইএইচএস/জেআইএম