ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসনের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগ নেতারা।
সোমবার (৫ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাম্মী আহমেদের গুলশানের বাসায় এ বৈঠক হয়।
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, এটি মূলত নৈশভোজের আমন্ত্রণ ছিল। বৈঠকে রবার্ট ডিকসনের সঙ্গে দু’দেশের সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা–বাণিজ্য প্রসারসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলাপ হয়। বৈঠকের পর তারা একসঙ্গে রাতের খাবার খান।
রবার্ট ডিকসনসহ যুক্তরাজ্যের হাইকমিশনার কয়েকজন কর্মকর্তা এতে অংশ নেন। ড. শাম্মী আহমেদ ছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক বৈঠকে অংশ নেন।
এসইউজে/এমএএইচ/