মাঠে নেমে শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান/ফাইল ছবি
মাঠে নেমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তিনি বলেন, আমাদের শেখ হাসিনাকে সমর্থন দিতে হবে। শুধু চুপচাপ থেকে সমর্থন দিলে হবে না। মাঠে নেমে সমর্থন দিতে হবে।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘স্ট্যান্ড ফর হার ল্যান্ড ক্যাম্পেইন’ অনুষ্ঠানে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী।
তিনি বলেন, আমাদের দেশের নারীরা বাবার সম্পদ পায়। কিন্তু সঠিকভাবে ভোগ করতে পারেন না। আমাদের সংবিধানে নারী পুরুষের সমঅধিকার নিশ্চিত করা হয়েছে।
মুক্তিযুদ্ধসহ সব অধিকার সংগ্রামে নারীরা এগিয়ে এসেছিলেন জানিয়ে মন্ত্রী বলেন, নানা কারণে তারা পিছিয়ে গেছেন। নারীর ভূমি অধিকারসহ বিভিন্ন সমস্যা একমাত্র সমাধান করতে পারেন শেখ হাসিনা, যা বিভিন্ন সময় প্রমাণিত।
এমওএস/জেডএইচ/জেআইএম