আটক বিএনপি নেতাদের মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

দলের কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের প্রতিবাদ ও আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় নাইটিঙ্গেল মোড় থেকে বিজয়নগর হয়ে পুনরায় নাইটিঙ্গেল মোড়ে গিয়ে মিছিল শেষ হয়। এ সময় তারা আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ সফল করার আহ্বান জানান।
কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান ও নাছির উদ্দীনের নেতৃত্ব বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ফারুক আহমেদ, সোহেল রানা, ইব্রাহিম খলিল, নাহিদুজ্জান শিপন প্রমুখ। এছাড়া মহানগর উত্তর ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান শশীসহ দুই শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন।
কেএইচ/কেএসআর/জেআইএম