বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আরেফিন সিদ্দিক

ফাইল ছবি
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
পরিষদের সভাপতি ডা. এস এ মালেকের ইন্তেকালে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রেসিডিয়ামের ১নং সদস্য হিসেবে তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছেন।
দায়িত্বগ্রহণকালে ড. আরেফিন সিদ্দিক সদ্যপ্রয়াত ডা. এস এ মালেকের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
তিনি বলেন, চার দশকের বেশি সময় ধরে যে আদর্শিক প্রেরণা, পরিশ্রম ও মেধা দিয়ে ডা. মালেক বঙ্গবন্ধু পরিষদকে গড়ে তুলেছেন এবং বিশ্বব্যাপি এ সংগঠনের ইতিবাচক ভাবমূর্তি ছড়িয়ে দিয়েছেন, তা আরও বলিষ্ঠভাবে অব্যাহত রাখতে হবে।
এসইউজে/এএএইচ/জেআইএম