রাতে নয়াপল্টন থেকে বিএনপিকর্মী আটক

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মোস্তফা জামান মিজু নামে এক কর্মীকে আটক করা হয়েছে।
মোস্তফা যশোর জেলার বাসিন্দা। আটক পর তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টা ২০ মিনিটে তাকে আটক করা হয়।
প্রাথমিকভাবে জানা গেছে— মোস্তফা বিএনপি কার্যালয়ের সামনে বিভিন্ন গণমাধ্যম ও ইউটিউবারদের কাছে সাক্ষাৎকার দিচ্ছিলেন। এসময় পল্টনে কেন এসেছেন জানতে চাইলে পুলিশকে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। পরে তাকে আটক করা হয়। তবে, প্রিজনভ্যানে তোলার সময় তিনি নিজেকে আইনজীবী বলে দাবি করেন। ভ্যানে তোলার আগে তিনি বলেন— যশোর থেকে ঢাকা এসেছেন। তিনি একজন আইনজীবী।
সেখানে দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর ইউসুফ জানান, একজনকে আটক করা হয়েছে। তিনি ইউটিউবারদের সঙ্গে ভিডিওতে কথা বলছিলেন। যেহেতু নয়াপল্টনে আপাতত জনসাধারণের প্রবেশ বন্ধ, তাই জিজ্ঞাসাবাদ জন্য তাকে আটক করা হয়েছে।
কেএইচ/এমএএইচ/জেআইএম