নাইটিঙ্গেল মোড়ে বিএনপির মিছিল, একজন আটক

রাজধানীর ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। ২০-৩০ জন নেতাকর্মী এতে অংশ নেন। মিছিল থেকে বিএনপির এক কর্মীকে আটক করে নিয়ে যেতে দেখা গেছে পুলিশকে। তাৎক্ষনিকভাবে তার নাম জানা যায়নি। শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে নাইটিঙ্গেল মোড়ে এই ঘটনা ঘটে।
সকালে দেখা যায়, নাইটিঙ্গেল মোড় বন্ধ রাখা হয়েছে। এ সময় বিএনপির কার্যালয়ের সামনের রাস্তা দিয়ে যারা চলাচল করছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। ঠিক তখন ফকিরাপুল থেকে বিএনপির একটি মিছিল নাইটিঙ্গেল মোড়ে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
টঙ্গী থেকে আসা বিএনপির কর্মী সোহাগ খান বলেন, আমরা মিছিল নিয়ে আসার সময় আমাদের সঙ্গে থাকা একজনকে আটক করে পুলিশ। তখন বাকিরা গলিতে ঢুকে গেলে অন্যদের আর ধরতে পারেনি।
এ বিষয়ে মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার মনোতোষ বিশ্বাস জাগো নিউজকে বলেন, বেশ কয়েকজন বিশৃঙ্খলা সৃষ্টি করছিল। তাদের আমরা সরিয়ে দিয়েছি। মিছিল থেকে একজনকে আটক করেছি।
এদিকে নয়াপল্টনসহ গুলিস্তান ও আশপাশ এলাকায় পুলিশকে সর্তক অবস্থানে দেখা গেছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা।
মূলত ঢাকায় এই উত্তপ্ত পরিস্থিতির শুরু শনিবার (১০ ডিসেম্বর) হতে যাওয়া বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে। বিএনপি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায়। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় পুলিশ। তবে নয়াপল্টনে সমাবেশ করতে অনড় বিএনপি।
একপর্যায়ে বুধবার নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা জমায়েত হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে মকবুল নামে একজন মারা যান। আহত হন অনেকে। গ্রেফতার করা হয় প্রায় ৪০০ নেতাকর্মীকে।
আরএসএম/জেডএইচ/জিকেএস