বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তি, বিএনপিকে হানিফ

বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, দেশে বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হবে হবে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর নাট্যমঞ্চে আয়োজিত এক সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশে আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
হানিফ বলেন, বিএনপি বুধবার নয়াপল্টনে পুলিশের ওপর হামলা করে আবার প্রমাণ করেছে, তারা সন্ত্রাসী দল, দেশের আইন মানে না, শান্তিতে বিশ্বাস করে না।
‘তাদের নেত্রী সাজাপ্রাপ্ত আসামি নাকি আসবেন সমাবেশে, পলাতক তারেক রহমানও নাকি বীরের বেশে ফিরে আসবেন। কেনরে ভাই? দেশে সরকার আছে, আইন আছে, সংবিধান আছে। আপনারা যা খুশি বলবেন, তাই হবে?’
তিনি বলেন, তারা জোসে হুঁশ হারিয়ে ফেলছে। এভাবে হুঁশ হারালে ‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানী মতো পরিণতি হবে, হয়েছেও। এখনই অনেকে হাত-পা ধরা শুরু করেছে। স্পষ্ট বলতে চাই, এই দেশ চলবে শেখ হাসিনা নেতৃত্বে। বিশৃঙ্খলা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
এসইউজে/আরএডি/এএসএম