নয়াপল্টনে বিএনপির সমাবেশ, রাতেই চলছে মঞ্চ তৈরির কাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০০ এএম, ০৭ আগস্ট ২০২৪

বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির যে সমাবেশ হওয়ার কথা রয়েছে তার জন্য রাত থেকেই প্রস্তুতি চলছে।
রাত আড়াইটার দিকে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, রাত থেকেই সমাবেশের জন্য মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে। সকাল থেকেই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তের নেতাকর্মীরা নয়াপল্টনে উপস্থিত হবেন।

এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, বুধবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন। এই সমাবেশের বিএনপি অন্যান্য জাতীয় নেতারা উপস্থিত থাকবেন।

কেএইচ/এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।