বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে ন্যাপের নেতারা
বিএনপির লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসেছেন ন্যাপ ভাসানী নেতারা। বৈঠকে ন্যাপের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দলটির ন্যাপ ভাসানী চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ জন প্রতিনিধি অংশ নিয়েছেন। আর বিএনপি নেতাদের মধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু উপস্থিত রয়েছেন।
কেএইচ/এমএএইচ/এএসএম