ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে ফখরুলের মতবিনিময়

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৫ পিএম, ১৮ জানুয়ারি ২০২৫

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে সব নাগরিকের বসবাসে সমান সুযোগ তৈরি করে দিতে হবে। সেই লক্ষ্যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

নিজ নিজ জায়গা থেকে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি।

এ সময় বিএনপি চেয়ারপারসননের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চেয়ারম্যান বিজন কান্তি সরকার উপস্থিত ছিলেন।

কেএইচ/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।