মালয়েশিয়ায় ডক্টরেট ডিগ্রি পেলেন শেহবাজ শরিফ

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ০৭ অক্টোবর ২০২৫

ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (আইআইইউএম) পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে নেতৃত্ব ও সুশাসনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি প্রদান করেছে।

মঙ্গলবার কুয়ালালামপুরে আইআইইউএম-এর ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন একাডেমি ক্যাম্পাসে আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক প্রধান ও পাহাংয়ের টেংকু আমপুয়ান, টেংকু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইসকান্দারিয়া এই ডিগ্রি প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন টেংকু আজিজাহ, যিনি শেহবাজ শরিফের চার দশকেরও বেশি সময় ধরে দূরদৃষ্টি, শৃঙ্খলা ও মানবিক সহানুভূতির সঙ্গে জনসেবায় নিবেদিত নেতৃত্বের প্রশংসা করেন।

তিনি বলেন, শেহবাজের প্রবর্তিত ‘পাঞ্জাব এডুকেশন এনডাওমেন্ট ফান্ড’ হাজারো শিক্ষার্থীর জন্য উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত করেছে, যারা আগে তা কল্পনাও করতে পারেনি।’

টেংকু আজিজাহ মালয়েশিয়া ও পাকিস্তানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে জানান, বর্তমানে আইআইইউএম-এ ৮৯ জন পাকিস্তানি শিক্ষার্থী অধ্যয়নরত এবং এখন পর্যন্ত ৩২১ জন পাকিস্তানি শিক্ষার্থী এখান থেকে স্নাতক হয়েছেন।

সম্মাননা গ্রহণ করে শেহবাজ শরিফ বলেন, এই স্বীকৃতি আমার জন্য গভীর গৌরব ও বিনম্র কৃতজ্ঞতার বিষয়। নেতৃত্ব মানে মানুষের সেবা করা—এটাই আমার জীবনের মূল দর্শন।’

মালয়েশিয়ায় ডক্টরেট ডিগ্রি পেলেন শেহবাজ শরিফ

তিনি আশা প্রকাশ করেন যে, এই সফর মালয়েশিয়া ও পাকিস্তানের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা আরও জোরদার করবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুসলিম বিশ্বের ঐক্য, সহমর্মিতা ও নৈতিক দৃঢ়তার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের উচিত ইসলামের মৌলিক মূল্যবোধে অটল থেকে বিভাজন, সংঘাত ও দারিদ্র্য দূর করা।

তিনি আরও উল্লেখ করেন, মালয়েশিয়া ও পাকিস্তান উভয় দেশেই তরুণ জনগোষ্ঠী বিপুল সম্ভাবনার প্রতীক, তাই তরুণদের মানবতার কল্যাণে কাজ করার সুযোগ সৃষ্টিতে নেতৃত্বের দায়বদ্ধতা অপরিসীম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল, উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ড. জাম্ব্রি আবদ কাদির, আইআইইউএম প্রেসিডেন্ট তান স্রি আবদুল রশিদ হুসেইন, রেক্টর প্রফেসর এমিরিটাস দাতুক ড. ওসমান বাকর এবং মালয়েশিয়ায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহসান রেজা শাহ।

শেহবাজ শরিফের চলমান তিন দিনের সরকারি সফরটি গত বছর অক্টোবর মাসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের পাকিস্তান সফরের প্রতিদান হিসেবে অনুষ্ঠিত হচ্ছে, যা দুই দেশের কূটনৈতিক ও শিক্ষা সহযোগিতাকে আরও গভীর করেছে।

মোহাম্মদ শেহবাজ শরিফকে আইআইইউএম-এর সম্মানসূচক ডক্টরেট প্রদান শুধু ব্যক্তিগত স্বীকৃতি নয়, বরং এটি ইসলামি নেতৃত্ব, শিক্ষা ও কূটনীতির মধ্যকার আন্তঃসম্পর্কের প্রতীক হিসেবেও দেখা যেতে পারে। মালয়েশিয়া ও পাকিস্তান—দুটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ—যারা শিক্ষা, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে নিজেদের উন্নয়ন-অগ্রযাত্রায় ইসলামি মূল্যবোধকে প্রেরণা হিসেবে ব্যবহার করছে।

মালয়েশিয়ায় ডক্টরেট ডিগ্রি পেলেন শেহবাজ শরিফ

শেহবাজ শরিফের নেতৃত্বে পাকিস্তান সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিক্ষা সম্প্রসারণে উদ্যোগী ভূমিকা নিয়েছে, যার সঙ্গে মালয়েশিয়ার উন্নয়ন মডেলেরও বহু সাদৃশ্য রয়েছে। আইআইইউএম-এর এই সম্মাননা সেই দিকেই ইঙ্গিত দেয়—যে, মুসলিম বিশ্বের নেতৃত্ব শুধু রাজনৈতিক পরিসরে সীমিত নয়; বরং জ্ঞান, নৈতিকতা ও প্রশাসনিক দক্ষতার সমন্বয়ে তা বিকশিত হতে পারে।

একই সঙ্গে, এই ডক্টরেট প্রদান দুই দেশের মধ্যে ‘সফট ডিপ্লোমেসি’-র একটি মজবুত দৃষ্টান্তও বটে। শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে কূটনৈতিক সহযোগিতার অংশ হিসেবে ব্যবহার করার মাধ্যমে মালয়েশিয়া-পাকিস্তান সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। বিশেষত যুবসমাজের বিনিময়, গবেষণা সহযোগিতা ও ইসলামি উচ্চশিক্ষায় যৌথ উদ্যোগ ভবিষ্যতে উভয় দেশের জন্যই ফলপ্রসূ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় মুসলিম নেতৃত্বের আদর্শ তুলে ধরতে এই ধরনের একাডেমিক স্বীকৃতি আগামী দিনে ইসলামি ঐক্য ও জ্ঞানভিত্তিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]