কুয়েতে রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সাক্ষাৎ

কুয়েতে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলে নিয়োগপ্রাপ্ত প্রতিনিধিদের সংগঠন বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, কুয়েতের সাংবাদিকরা সংগঠনের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের নেতৃত্বে কুয়েতের রাষ্ট্রদূত এস এম আবুল কালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সোমবার কুয়েতের স্থানীয় সময় সন্ধ্যা সাতটায় বাংলাদেশ হাউসে তারা সৌজন্য সাক্ষাৎ করেন। ফুলের তোড়া দিয়ে রাষ্ট্রদূতকে শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা।
প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়। কুয়েতে পাসপোর্টের মেয়াদ দশ বছর করা, দূতাবাসের নিয়ন্ত্রণে একটি বাংলা স্কুল প্রতিষ্ঠা করা, প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদানসহ ভোটাধিকার করা, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া।
রাষ্ট্রদূত এস এম আবুল কালাম সাংবাদিক নেতাকর্মীদের দাবি-দাওয়ার বিষয়ে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলেও জানান। এছাড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে উদ্যোগ নেয়ার কথাও জানান।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ-সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা, বাংলাদেশ টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কুয়েতের সাত সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি পদে মঈন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন, সহ-সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, শেখ এহছানুল হক খোকন, সাংগঠনিক সম্পাদক আল আমিন রানা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহন আহমেদ লিটন।
এমআরএম/আইআই