কুয়েতে পুরোদমে চলছে উন্নয়ন মেলার প্রস্তুতি

সাদেক রিপন
সাদেক রিপন সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ০১ মে ২০১৮

বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে বৈশাখী মেলা এবং উন্নয়ন মেলা ২০১৮ উপলক্ষে ৪ মে আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্কে দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। মেলাকে ঘিরে কুয়েত প্রবাসীদের মাঝে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রবাসী পরিবারগুলোতে চলছে মেলায় নিজের পছন্দের সাজসজ্জার প্রস্তুতি।

স্টল সাজাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন আলপনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রবাসী শিল্পীরা ব্যস্ত সময় পার করছেন। আয়োজনের মধ্যে রয়েছে হাতে তৈরি পিঠা প্রতিযোগিতা, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগিতা, নৃত্য, গান, নাটক, কৌতুক, যেমন খুশী তেমন সাজ, বাহারি পণ্যের প্রদর্শনী।

বাংলার ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রা, বিনামূল্যে বৈশাখী লটারি কূপন। বাংলাদেশে দূতাবাস কুয়েতের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ কমিউনিটি সহযোগিতায় ইতোমধ্যে কুয়েতের প্রত্যন্ত অঞ্চল জাহারা ,আবদালি, ফাহাহিলসহ বিভিন্ন স্থানে বাঙালি অধ্যুষিত এলাকায় পোস্টারিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলছে। চলছে সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকেও। প্রতি বছরের ন্যায় এবারও কয়েক হাজার লোকের সমাগম হবে বলে আশা করেন মেলা উদযাপন কমিটির নেতারা।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]