আমিরাতে বাংলাদেশি স্কুলে জেএসসি পরীক্ষা শুরু

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে অভিন্ন প্রশ্নপত্রে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হয়েছে সংযুক্ত আরব আমিরাতে।
শনিবার (২ অক্টোবর) সকাল ৭টায় শুরু হয় প্রথম দিনের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষা।
বাংলাদেশ ইংলিশ প্রাইভেট স্কুল রাস-আল-খাইমায়ে এবারের মোট পরিক্ষার্থী ২৯ জন। এরমধ্যে ছাত্র ১৪ ও ছাত্রী ১৫ জন।
পরীক্ষায় হল পরিদর্শক ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের লেবার কাউন্সিলর ফাতেমা জাহান।
এএইচ/জেআইএম