ফরিদগঞ্জবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করবেন কাতার প্রবাসী জালাল

কাতারস্থ চাঁদপুর ফরিদগঞ্জের প্রবাসী বাংলাদেশিদের করোনা বিষয়ে সচেতনতা তৈরি ও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহায়তা ছাড়াও বিভিন্ন কোম্পানি থেকে চাকরি হারানোদের সহযোগিতা করায় ‘করোনা সম্মুখযোদ্ধা’ হিসেবে কাতারস্থ ১৬নং ইউনিয়নবাসীর আয়োজনে সংবর্ধনার আয়োজন করে ফরিদগঞ্জ অ্যাসোসিয়েশন।
সংগঠনের প্রধান সমন্নয়ক জাহাঙ্গীর আলম ভূইয়ার সভাপতিত্বে ও মানিক পাটোয়ারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোল্ডেন মার্বেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সিআইপি জালাল আহমেদ।
স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের রাজধানী দোহা নাজমা আফগান রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত আলহাজ সিআইপি জালাল আহমেদ বলেন, দেশে ও প্রবাসে আমি ফরিদগঞ্জবাসীকে নিয়ে আগামী দিনগুলোতে একসাথে এগিয়ে যাব। আগামীতে আল্লাহ আমাকে সুযোগ দিলে উপজেলাবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করব।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চাঁদপুর সমিতির সভাপতি মো. মানিক হোসেন, খায়রুল আলম সাগর, মো. শাহ আলম, জিএস মামুন, মো. আলাউদ্দিন।
এমআরএম/এমএস