চীনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করেছে চীনের বেইজিংয়ে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
এ উপলক্ষে সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।
উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ নজরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করা হয়। এরপর দূতাবাসের বঙ্গবন্ধু মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আগত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন, চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এমআরএম/এএসএম