সৌদিতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ এএম, ১৪ আগস্ট ২০২৪
মো. শাছমুদ্দিন খান/ছবি-সংগৃহীত

সৌদি আরবে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মো. শাছমুদ্দিন (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শামছু খান দীর্ঘদিন ধরে প্রবাসে ছিলেন। গত রোববার বিকেলে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

নিহত শাছমুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খান বাড়ির মৃত মোখলেছুর রহমান খানের ছেলে। এলাকায় তিনি শামছু খান নামে পরিচিতি ছিলেন।

শামছু খানের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের লোকজন সরকারের প্রতি আকুতি জানিয়েছেন।

শাসছু খানের মৃত্যুতে সৌদি আরবে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

এমআরএম/এএসএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]