থেরেসা মে হত্যা ষড়যন্ত্র : নির্দোষ দাবি বাংলাদেশির

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসো মে কে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার হওয়া ব্রিটিশ-বাংলাদেশি যুবক নাইমুর রহমান তার বিরুদ্ধে আনা সন্ত্রাসবাদের অভিযোগ অস্বীকার করেছেন।
নাইমুর রহমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ডাউনিং স্ট্রিটে বোমা মেরে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি।
গতকাল লন্ডনের ওল্ড বেইলি ক্রিমিনাল কোর্টে ভিডিও কলের মাধ্যমে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।
গতবছরের নভেম্বরে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডের বিশেষ অভিযানে গ্রেফতার হন নাইমুর। প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র ছাড়াও তার বিরুদ্ধে মোহাম্মদ ইমরান নামে এক যুবককে আইএসে যোগ দিতে সাহায্যের অভিযোগ রয়েছে।
ইমরানও পুলিশের হাতে গ্রেফতার রয়েছেন। আইএসে যোগ দিতে যাওয়ার পরিকল্পনার অভিযোগে ইমরানের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে ওই অভিযোগ থেকে নিজেকে নির্দোষ দাবি করেছেন ইমরানও।
জুনের ১৮ তারিখ তাদের বিচার শুরু হবে।
সূত্র: গার্ডিয়ান ও আরটি।
এনএফ/এমএস