মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা স্থগিত

আহমাদুল কবির
আহমাদুল কবির আহমাদুল কবির , মালয়েশিয়া প্রতিনিধি মালয়েশিয়া
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ১৭ মার্চ ২০২০

করোনাভাইরাসের সংক্রমণরোধে মালয়েশিয়ায় ‘লক-ডাউন’ ঘোষণার পর সেখানে থাকা বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা স্থগিত করেছে। প্রবাসী বাংলাদেশিদের সুরক্ষার স্বার্থে এ সিদ্ধান্ত জানিয়ে মঙ্গলবার (১৭ মার্চ) নোটিশ জারি করেছে হাইকমিশন।

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে মালয়েশিয়া সরকার কর্তৃক জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে অনুসরণ করার জন্য বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়ে হাইকমিশনের তরফ থেকে বলা হয়, সরকার ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের গণজমায়েত ও চলাচলে, বিশেষ করে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও ধর্মীয় অনুষ্ঠান না করার জন্য এবং সরকারি ও বেসরকারি অফিসে না যাওয়ার যে নির্দেশনা জারি করেছে তা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশি নাগরিকদের সুরক্ষার স্বার্থে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশ হাইকমিশনের সকল প্রকার কনস্যুলার সেবা স্থগিত থাকবে জানিয়ে নোটিশে বলা হয়, শুধু অতিজরুরি ও অত্যাবশ্যকীয় প্রয়োজনে অফিস চলাকালে নিম্নলিখিত ফোন নম্বরে যোগাযোগ করে দূতাবাসের সেবা নিতে হবে।

নম্বরগুলো হলো- পাসপোর্ট সংক্রান্ত: +৬০১৭৩১৮৮৫৪২, +৬০১১৩৯৯৪৪৯২২, +৬০১৪৯৪৪৭০৪৪ ও +৬০১৬৩০৭২৪৩৮; ভিসা/সত্যায়ন ও সার্টিফিকেট সংক্রান্ত: +৬০১৩৩৫৫৯৮২১, +৬০১১১৬৩৮০৫২৬ + ৬০১৪৬০৫১১৩৪ ও +৬০১৬৮৩৭৯৩১৩; ট্রাভেল পাস/প্রবাসীদের কল্যাণ সংক্রান্ত: +৬০১৬৫৪৭৬৫৮০, +৬০১২২৯০৩২৫২, +৬০১২২৯৪১৬১৭, +৬০১২৪৩১৩৫০ ও +৬০৩২৬০৪০৯৪৬। এছাড়া যোগাযোগ করা যাবে হাইকমিশনের ইমেইল: [email protected] ঠিকানায়ও।

করোনাভাইরাসের বিস্তাররোধে সোমবার (১৬ মার্চ) রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন মালয়েশিয়াকে ‘লক-ডাউন’ ঘোষণা করেন।

লক-ডাউন চলাকালে ১৩ দিন সব প্রকার সুপারশপ, পাবলিক প্লেস, চেইন শপ, মার্কেট, শপিং কমপ্লেক্স, মসজিদের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া বন্ধ থাকবে দেশটির সব ধরনের কার্যক্রম।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই লক-ডাউন ঘোষণা করা হয়। সোমবার (১৬ মার্চ) পর্যন্ত দেশটিতে ৫৬৬ জন করোনায় আক্রান্ত হন।

এইচএ/এমএস

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]