শারজায় তিনমাসের জন্য ১০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড়

সংযুক্ত আরব আমিরাতের সুপ্রিম কাউন্সিলের সদস্য ও শারজার শাসক শেখ ডা. সুলতান বিন মুহাম্মদ আল কাসিমি তিন মাসের জন্য শারজায় ১০ শতাংশ বিদ্যুৎ বিল ছাড় দেয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এ ঘোষণা দেয়া হয়।
একটি রেডিও অনুষ্ঠানের বক্তব্যে শেখ সুলতান বলেন, কোভিড-১৯ (করোনাভাইরাস) মোকাবিলায় বাসিন্দাদের আর্থিক চাপ হ্রাস করার জন্য শারজায় সরকারের গৃহীত পদক্ষেপের অন্যতম এটি।
শেখ সুলতান বলেন, এই প্রকল্পে শারজা সরকার ২৩০ মিলিয়ন দিরহাম ব্যয় করবে। তিনি জনসাধারণকে যথাসম্ভব বাড়িতে থাকার আহ্বান জানিয়েছেন।
দুবাই কর্তৃপক্ষ ইতোমধ্যে দুবাই বিদ্যুৎ বিলে ১০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে এ পর্যন্ত মোট ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪১ জন।
এসআর