সৌদিতে ইকামার মেয়াদ তিন মাস বাড়ল

আব্দুল হালিম নিহন
আব্দুল হালিম নিহন আব্দুল হালিম নিহন , সৌদি আরব প্রতিনিধি সৌদি আরব
প্রকাশিত: ০৭:৩৪ এএম, ২৫ মার্চ ২০২০

সম্প্রতি বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিশ্বের প্রতিটি দেশ নানা পদক্ষেপ দিচ্ছে। বাদ যায়নি সৌদি আরবও। দেশটি ঘোষণা দিয়েছে, ইকামার মেয়াদ শেষ হলেই তিন মাসের বাড়তি মেয়াদ পাবে সৌদি প্রবাসীরা।

করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর মধ্যে একটি মধ্যপ্রাচ্যের সব থেকে বড় শ্রমবাজার সৌদি আরব। দেশটিতে প্রায় ২০ লাখ প্রবাসীর বসবাস।

করোনাভাইরাসের কারণে সৌদি আরবেও নেয়া হয়েছে নানা পদক্ষেপ। স্কুল, কলেজ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বন্ধ রয়েছে প্রবাসীদের নানা কর্মস্থান। এর প্রভাব পড়েছে প্রবাসীদের ওপর। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। বর্তমান অবস্থার কথা চিন্তা করে সৌদি সরকার প্রবাসীদের পাশে থেকে প্রবাসীদের জন্যও দিচ্ছে বেশ কিছু সুযোগ-সুবিধা। যার মধ্যে অন্যতম ইকামার মেয়াদ তিন মাসের জন্য বাড়িয়ে দেয়ার ঘোষণা।

সৌদি সরকার জানিয়েছে, যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ থেকে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের ইকামার মেয়াদ অটোমেটিক আরও তিনমাস বৃদ্ধি পাবে কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

অন্যদিকে যাদের ইকামার মেয়াদ ১৮-৩-২০২০ থেকে ৩০-৬-২০২০ এর মধ্যে শেষ হবে তাদের যদি কফিল ফাইনাল এক্সিট দিয়ে থাকে, তাহলে তা কফিল বাতিল করতে পারবে। কেননা তাদেরও ইকামার মেয়াদ তিন মাস অটোমেটিক বৃদ্ধি পাবে। এই জন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন নেই।

তাছাড়া একই সময়ের মধ্যে কারও এক্সিট রি-এন্ট্রি ভিসা (ছুটি থাকলে) থাকার পর কেউ যদি এই সময়ে ছুটিতে যেতে না পারেন, তাহলে তার ছুটিও তিন মাসের জন্য অটোমেটিক অনলাইনে কার্যকর হয়ে যাবে (অর্থাৎ আরও তিন মাসের এক্সিট রি-এন্ট্রি ভিসা পাবেন) কোনো ফি ছাড়াই। এজন্য যাওয়াজাত অফিসে যাওয়ার প্রয়োজন হবে না।

এসআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]