করোনাভাইরাসে নিউইয়র্কে বাংলাদেশি মুয়াজ্জিনের মৃত্যু

তোফাজ্জল লিটন
তোফাজ্জল লিটন তোফাজ্জল লিটন , যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ এএম, ২৮ মার্চ ২০২০

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একেএম মনির উদ্দিন (৬৩) নামের এক বাংলাদেশি মারা গেছেন। তিনি সেখানে ট্যাক্সিক্যাব চালাতেন এবং স্থানীয় মসজিদে আজান দিতেন।

শুক্রবার (২৭ মার্চ) কুইন্সের এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত পাঁচদিন তিনি এলমহার্স্ট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃতের পারিবারিক ঘনিষ্ঠজন বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান জানান, মনির জ্যাকসন হাইটসের খাবার বাড়ি সংলগ্ন মসজিদে স্বেচ্ছায় মাঝেমধ্যে আজান দিতেন। ট্যাক্সিক্যাব চালিয়ে জীবন ধারণ করতেন।

জানা যায়, গত ১৩ মার্চ জুম্মার দিনে শেষ আজান দিয়েছিলেন মনির। তখন তিনি বলেছিলেন, আমাদের অনেক ভাই করোনায় আক্রান্ত। এই মহামারি থেকে রক্ষা পেতে সবাই নিজ নিজ গৃহে থেকে ইবাদত করব।

এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে এ পর্যন্ত ৯ বাংলাদেশির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে৷

সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এক লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন এক হাজার ৫৪৩ জন৷ শুধু নিউইয়র্কেই করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মারা গেছেন ৫১৯ জন৷

এমআরএম/বিএ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]