এই পৃথিবী ওদেরও, যেন ভুলেই গিয়েছিলাম
করোনা ভাইরাসের আক্রমণ সম্পর্কে তসলিমা নাসরিত মানবজাতিকে দায়ী করে এই পৃথিবীতে মানুষ তো আর শুধু আমরাই ছিলাম না, আরও নানান জাতের মানুষ ছিল। সব কটাকে মেরে ফেলেছি আমরা। কী ভয় কী ভয়! আমরা ছাড়া অন্য কেউ রাজত্ব করতে পারবে না। নিজেদের এক সময় নাম দিলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব।
শিম্পাঞ্জির বংশধরেরা নাকি শ্রেষ্ঠ জীব! খুনোখুনি আর বর্বরতা করে শ্রেষ্ঠ সেজেছি। জীব জন্তু পশু পাখিকে মেরে ধরে সর্বনাশ করেছি। এর লোম দিয়ে ওভার কোট বানাবো, ওর চামড়া দিয়ে হ্যান্ডব্যাগ বানাবো, এর থাবা দিয়ে ছাইদানি বানাবো, ওর দাঁত দিয়ে গয়না বানাবো, আমাদের শখের শেষ নেই। এই পৃথিবী যে শুধু আমাদের নয়, ওদেরও--- যেন ভুলেই গিয়েছিলাম।
আজ রোববার তার ভেরিফাইড ফেসবুকে এসব কথা লিখেন তিনি। তার এই লেখাটি প্রথম ৩৭ মিনিটে ১০৫টি শেয়ার হয়েছে। মন্তব্য পড়েছে ১৪ টি। আর পছন্দ করেছেন ৬৮৯ জন।
তিনি আরও লেখেন, এখন ওই ‘ইতর’ পশু পাখিগুলোই সৃষ্টির শ্রেষ্ঠ জীবগুলোকে একঘরে করে রেখেছে, এতটাই ওদের শক্তি। আর আমরা জানিই না আমাদের ভবিষ্যত কী।
তিনি বলেন, ‘ইতালিতে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছে। আজই তো ন'শ মানুষ মরলো। স্পেনে আজ মারা গেছে প্রায় সাতশ'। ইউরোপ তো মরে সাফ হয়ে যাবে মনে হয়। ওদিকে আমেরিকাও বসে নেই। ১ লাখ ১৬ হাজার মানুষ আক্রান্ত, দিনেদিনে বাড়ছে সংখ্যা। ভারতে বাংলাদেশে পাকিস্তানে, ভয় পাচ্ছি, কখন না দিনে লাখের ওপর মরতে শুরু করে।
সভ্য দেশ, উন্নত আধুনিক দেশ! তারাই চিকিৎসা বিজ্ঞানের বিশেষজ্ঞ, তারাই পিঁপড়ের মতো মরছে। আমরা তো ইমিউনিটি নেই ম্যালনিউট্রেশনে ভোগা ডেন্সলি পপুলেটেড দেশে গাদাগাদি করে বস্তিতে বাস করা মূর্খ অশিক্ষিত কুসংস্কারাচ্ছন্ন মানুষ। আমরা যখন মরতে থাকবো, মহামারি কাকে বলে দুনিয়া দেখবে। ভালো যে আফ্রিকার গরিব দেশগুলোতে খুব একটা কামড় বসায়নি করোনা। বসালে শ্মশান হয়ে যেত দেশগুলো।
দেশান্তরী এই আলোচিত লেখিকা আরও লেখেন, ‘আপাতত ভ্যাক্সিন ছাড়া আর কিছু চাওয়ার নেই। ভ্যাক্সিন বের হতে নাকি ১৮ মাস। ১৮ মাস কী করবো, ঘরে বসে থাকব? আমার মতো রিস্ক ক্যাটাগরির লোক ভ্যাক্সিন অবধি টিকে থাকতে পারে কিনা সন্দেহ। ভাইরাস তো শুনেছি থাকবে অক্টোবর/নভেম্বর অবধি। জানিনা কী হবে, কেউ কি সত্যিই জানি? যারা গবেষক, তাঁরাও হয়তো সঠিক জানেন না, শুধু অনুমান করছেন’।
এইচএস/এমআরএম