সাইপ্রাসে ৩ মাসের বাসাভাড়া স্থগিত ঘোষণা

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ এএম, ০৭ এপ্রিল ২০২০

মো. মাহাফুজুল হক, সাইপ্রাস থেকে

সারা বিশ্বে চলমান ইস্যু করোনাভাইরাসের কারণে গত দুই সপ্তাহর লকডাউন শেষে নতুন করে আবার লকডাউন ঘোষণা করেছে সাইপ্রাস সরকার। এর মেয়াদ বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে।

এদিকে লকডাউনের কারণে প্রায় মানুষের কাজ বন্ধ হয়ে গেছে। তারমধ্যে প্রবাসী বাংলাদেশিরা খুব খারাপ সময় পার করছে। যারা ডেলিভারি কাজ করে এবং গ্রোসারি শপে কাজ করে তারা কয়েকজন ছাড়া বাকি সবারই কাজ বন্ধ। বাসাভাড়া খাবার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে অনেকেই।

এমন নাজুক অবস্থায় সাইপ্রাস সরকার ৩ মাসের বাসা ভাড়া, বিদুৎ বিল, পানির বিল, ইন্টারনেট বিল স্থগিত করেছে। মার্চ থেকে মে পর্যন্ত এই তিনমাস কেউ বাসাভাড়া দিতে না পারলে বাড়ির মালিক বাসা ভাড়া চায়তে পারবে না। যদি কেউ বাসা ভাড়ার জন্য চাপ দেয়, পুলিশকে জানানোর অনুরোধ করেছে।

এই তিনমাস বিদুৎ বিল, পানির বিল, ইন্টারনেট বিল না দিলে সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। পরবর্তী সময়ে আস্তে আস্তে সে বকেয়া টাকা পরিশোধ করতে হবে।

এইদিকে সাইপ্রাসে প্রতিদিন বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। সোমবার বিকাল পর্যন্ত মোট ৪৬৫ জন করোনা আক্রান্তের সংখ্যা এবং ১২ জন। মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

এমআরএম

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]