নিউইয়র্কে অসহায় মানুষের পাশে সাদাকাহ
নিউইয়র্কে জাতি-ধর্ম-বর্ণ-গোত্র- সবাই করোনা মহামারির কারণে সঙ্কটে পড়েছেন। খাদ্য, চিকিৎসা পরামর্শ এবং অন্তিম কৃত্যের সমস্যাগুলো তীব্র আকার ধারণ করেছে। এই সমস্যা জর্জরিত মানুষের সঙ্কটে পাশে দাঁড়িয়েছে সাদাকাহ ‘ফাউন্ডেশন ইউএসএ’।
বিপদাপন্ন যে কোনো মানুষ ৭১৮ ২০০ ৯২২২ এই হট লাইনে যোগাযোগ করে তাদের সমস্যার কথা জানালে প্রতিষ্ঠানটি সহযোগিতা করে। অলাভজনক এই প্রতিষ্ঠানটি প্রতিদিন অন্তত ৭টি পরিবারকে এক সপ্তাহের জন্য বাসায় প্রযোজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে ২৫ মার্চ থেকে।
জামাইকায় বাড়ি কিনে বসবাবাস করছেন শাহানা বেগম। তিনি বলেন, অনেক সময় অর্থ থাকলেও নিজে গিয়ে কেনার সুযোগ থাকে না। আমার স্বামী গত ২৫ ডিসেম্বর একটি কঠিন রোগে আক্রান্ত হয়েছেন। ছোট ২ সন্তান দিয়ে খুব বিপদে আছি। সাদাকাহ ফাউন্ডেশন প্রথমে জেনেছে আমার কী লাগবে সেই অনুযায়ী আমার বাসায় খাদ্য পৌছে দিয়েছে। তারা বলেছে পুরো রমজান মাসে অন্তত ২০০ পরিবারকে খাদ্য সরবরাহ করবে। তাদের কার্যক্রমে কী যে উপকার হচ্ছে বলে বোঝানো যাবে না।
এলমাস্টে বসবাস করেন ৩৬ বছরের রাভি কর্মকার। দুই সন্তান রেখে ২ মাস আগে তার স্বামী মারা গেছে। তিনি বলেন, আমাদের অ্যাপার্টমেন্টে বেশ কয়েকজন করোনা আক্রান্ত হয়েছে। এজন্য বাসা থেকে বের হতে সাহস পাই না। যদি আমি এই কঠিন রোগে আক্রান্ত হয়ে যাই তবে আমার সন্তানের কী হবে? তারা এই দুঃসময়ে ধর্ম-বর্ণরে উর্ধে উঠে মানবতার সেবায় এগিয়ে এসে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
সাদাকাহ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইমাম মওলানা মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, যুক্তরাষ্ট্রে কেউই ত্রাণ নিয়ে জীবন যাপন করার অবস্থানে নেই। কেউ কেউ সাময়িক সমস্যায় পড়েছেন। আমরা তাদের পাশে দাঁড়িয়ে সমাধান করার চেষ্টা করি আমাদের সামর্থ অনুযায়ী। অনেকে বাসায় থেকে থেকে অসুস্থবোধ করছেন। তাদেরকে আমরা আমাদের চিকিৎসকরে সঙ্গে যোগাযোগ করিয়ে দেই।
তিনি বলেন, অনেকে জানেন না কেউ মারা যাবার পরে কোথায় কীভাবে শেষকৃত্য করতে হয়। কোন ফিনারেলে গেলে দ্রুত কাজ হয়। আমরা এসব সমস্যার সমাধর করার চেষ্টা করি। একটি লাশের কবরসব দাফনে অন্তত পাঁচ হাজার ডলার খরচ হয়। অনেকের সেই সামর্থ থাকে না। আমারা যোগাযোগ করিয়ে দেই যারা এ বিষয়ে অর্থনৈতিক সহযোগিতা করে।
কোনো ধর্মীয় পরিচয় এবং পরিবারের পক্ষ থেকে কোনো যোগযোগকারী না থাকলে ৬দিন অপেক্ষার পর নিউইয়র্ক সিটি লাশ গণকবরে নিয়ে যায়। এ পর্যন্ত কোনো বাংলাদেশির লাশ গণকবরে যায়নি।
সাদাকাহ ফাউন্ডেশনের কার্যক্রমকে বেগবান করতে চাইলে আপনি ডোনেট করতে পারেন। স্বেচ্ছাসেবী হিসেবে ঘরে বসে বা স্বশরীরে অংশগ্রহণ করতে পারেন। sadaqahusa.org এই ওয়েবে সাইটে বিস্তারিত জানা যাবে কীভাবে তাদের সেবাসমূহ নিবে পারেন বা সেবাকাজে নিজে যুক্ত হতে পারবেন।
এমআরএম/এমকেএইচ