ফ্রান্স আ.লীগের সাধারণ সম্পাদকের মৃত্যুতে ইউরোপিয়ান আ.লীগের শোক

প্রবাস ডেস্ক
প্রবাস ডেস্ক প্রবাস ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১১ জুলাই ২০২০

শাহ সুহেল আহমদ

ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসীন উদ্দিন খান লিটনের মৃত্যুতে শোক জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ। সংগঠনটির সভাপতি এম নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মজিবুর রহমান যৌথ শোক বিবৃতিতে শোক জানিয়েছেন এবং তার মাগফেরাত কামনা করেন।

সংগঠনের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান এক শোক বার্তায় বলেন, ‘প্রিয় সহযোদ্ধা লিটন বঙ্গবন্ধুর আদর্শের একজন সাহসী সৈনিক ছিলেন। তার অকাল প্রয়াণ আমাদের সবাইকে কাঁদাচ্ছে। আমরা ভীষণভাবে শোকাহত ও বেদনাহত’।

তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন উদ্দিন খান লিটন ১০ জুলাই রাত ২টায় ঢাকায় এক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

এমআরএম/এমকেএইচ

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]