করোনাভাইরাস: সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সিঙ্গাপুরে ২৭ জনের মৃত্যু হয়েছে। আরও ১৪ জনের মৃত্যু হয়েছে যারা করোনাভাইরাসে পজিটিভ ছিল। তাদের মৃত্যু অন্য কোনো কারণে হয়েছিল বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে।
সিঙ্গাপুরে আজও ২৫৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৯১২ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এছাড়া ২৫৬ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত ৪৩ হাজার ৮৩৩ জন ছাড়পত্র পেয়েছেন।
১৯ জুলাই সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ২ জন সিঙ্গাপুরিয়ান, ৬ জন ওয়ার্কপাশ হোল্ডার- যারা ডরমেটরির বাইরে বাস করেন। ৫ জন বিদেশফেরত যারা স্টে হোম নোটিশে ছিলেন। বাকি সবাই ওয়ার্কপাশ হোল্ডার যারা ডরমেটরিতে থাকেন।
এছাড়া ১৬৯ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ৩৬২৬ জনের অবস্থা ক্লিনিক্যালি ভালো কিন্তু পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদেরকে অন্য রোগীদের থেকে আলাদা রাখা হয়েছে।
গত ডিসেম্বরের শেষদিকে চীনের উহান ১ম এই প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই মহামারি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১ কোটি ১২ লাখ ৮৫ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন। মোট প্রাণ হারিয়েছে ৫ লাখ ৩৫০ হাজারের বেশি মানুষ। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৬২ লাখেরও বেশি।
এমআরএম/এমকেএইচ