জার্মানিতে সর্বোচ্চ সংক্রমণ, একদিনে আক্রান্ত ৭৩৩৪

হাবিবুল্লাহ আল বাহার
হাবিবুল্লাহ আল বাহার হাবিবুল্লাহ আল বাহার জার্মানি থেকে
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৬ অক্টোবর ২০২০

জার্মানিতে এপ্রিল মাসের পর থেকে করোনাভাইরাস সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও ইদানিং আবার ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। ১৫ অক্টোবর দেশটিতে ৭ হাজার ৩৩৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা এখন পর্যন্ত দেশটিতে সর্বোচ্চ দৈনিক আক্রান্তের রেকর্ড।

এর আগে করোনা মহামারির শুরুর দিকে ২৭ মার্চ দেশটিতে একদিনে ৬৯৩৩ জন মানুষ কভিড ১৯ এ আক্রান্ত হয়েছিলেন। যা ছিল ১৫ অক্টোবর পর্যন্ত একদিনে সবচেয়ে বেশি আক্রান্তের রেকর্ড।

এছাড়াও গত বুধবার দেশটিতে ৬৬৩৮ জন মানুষ করোনা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে জার্মানির সংক্রমণ রোগ বিষয়ের গবেষণা কেন্দ্র রবার্ট কক ইনস্টিটিউট।

জার্মানিতে নতুন করে কয়েকজন প্রবাসী বাংলাদেশি করোনা আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে।

এদিকে নতুন সংক্রমণ ঠেকাতে এলাকাভিত্তিক বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সরকার। আক্রান্তের সংখ্যার অনুপাতে বার্লিন, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখসহ বেশ কয়েকটি বড় বড় শহরে রাত ১১টা থেকে ভোর ৬টা পর্যন্ত সকল রেস্টুরেন্ট, বার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়াও ঘরোয়াভাবে ১০ জন এবং বাহিরে ২৫ জনের বেশি একত্রিত হওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

জার্মানিতে এখন পর্যন্ত সাড়ে তিন লাখের অধিক মানুষ করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন প্রায় ২ লাখ ৮৫ হাজার আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ৯ হাজার ৮২০ জন।

এমআরএম/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]