চারদিন আগে সৌদিতে নিহত বাংলাদেশির পরিচয় মেলেনি এখনো

কামাল পারভেজ অভি
সৌদি আরবে আজাদ আলী নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২২ জানুয়ারি) দেশটির বাতহা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
জানা গেছে, তিনি কুষ্টিয়া সদরের ইনু মসজিদ বাড়ি লেনস্থ আরুয়া পাড়ার আবেদ আলীর ছেলে। তার মরদেহ বর্তমানে দেশটির আল আহসা স্থানীয় পুলিশের হেফাজতে রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত চারদিন পার হলেও এখনো নিহতের পরিবারের কারো সাথেই যোগাযোগ করা সম্ভব হয়নি। ব্যক্তি কারো পরিচিত হয়ে থাকলে পূর্বাঞ্চলে রাজধানী রিয়াদ বাংলাদেশ দূতাবাসের নম্বরে ০৫৬৮৩০১৪১৪/০৫৭০২১২১৮০ যোগাযোগ করতে বলা হয়েছে।
এমআরএম/জিকেএস