শারজায় স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ক্রিকেট খেলা, ১৩ জনকে জরিমানা

সংযুক্ত আরব আমিরাতের শারজায় করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে ক্রিকেট খেলায় ১৩ জনকে জরিমানা করা হয়েছে।
সংক্রমণ রোধে নেয়া সতর্কতামূলক পদক্ষেপ উপেক্ষা করে শারজায় একটি বালুর মাঠে ক্রিকেট খেলছিল তারা।
শারজাহ পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, কোভিড-১৯ পদক্ষেপ লঙ্ঘনকারী এবং আমিরাতে বসবাসকারীদের এই মহামারি সংক্রমণের ঝুঁকিতে ফেলে এমন ব্যক্তিদের শনাক্ত করার জন্য বিশেষ টহল দল গঠন করা হয়েছে।
কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছে। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হয় এমন কিছু করলে ৯০১ নম্বরে ফোন করে শারজাহ পুলিশকে জানানোর আহ্ববান জানানো হয়েছে।
এমআরএম/এমএস