পদ্মা সেতু উদ্বোধনে আনন্দিত জার্মানি প্রবাসীরা

স্বপ্নের পদ্মা সেতু। বাংলাদেশের গর্ব। নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে শেষ পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই সেতু।
আর আনন্দঘন ঐতিহাসিক এই মুহূর্তকে সামনে রেখে জার্মানির হামবুর্গ শাখা আওয়ামী লীগ আয়োজন করেছে এক গ্রিল পার্টি। পদ্মা সেতুর উদ্বোধনের দিন ২৫ জুন হামবুর্গে এই আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন জার্মান আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. আজহার হোসেন, যুগ্ম সম্পাদক মহসিন শাহ।
আরও ছিলেন হামবুর্গ শাখা আওয়ামী লীগের সভাপতি মুনতাসির খান খোকন ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রতন। এছাড়া আরও ছিলেন এপোলো মোল্লা, আজমল খান, রাসেল, রাখা, রাকিব হাসান, শরীফুল ইসলাম ও ইমন রহমান।
হামবুর্গের আশপাশ থেকে বাংলাদেশি প্রবাসীরা এসেছিলেন অনুষ্ঠানে। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অন্য নেতাকর্মীরাও ছিলেন। ছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরাও।
জার্মানি প্রবাসীরা বলেন, পদ্মা সেতু আমাদের গর্ব। যা একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। এ জন্য আমরা প্রবাসীরাও অনেক খুশি।
এসএইচএস/জিকেএস