পুলিশের ভয়ে পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকা প্রবাসী
মালয়েশিয়ার প্রদেশে প্রদেশে চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। এরই ধারাবাহিকতায় দেশটির তেরেঙ্গানু রাজ্যে শুক্রবার দিবাগত রাতে চালানো হয় অভিযান। অভিবাসন বিভাগের অভিযান চলাকালীন পালাতে গিয়ে বাথরুমের জানালায় আটকে যান এক প্রবাসী।
শনিবার কসমো অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার কাম্পুং নিসান এমপাটের একটি ফ্ল্যাটে বাথরুমের জানালা দিয়ে পালানোর চেষ্টা করেন এক প্রবাসী। কিন্তু তার সেই চেষ্টা সফল হয়নি। বাথরুমের জানালায় আটকে যান তিনি। পরে অভিবাসন কর্তৃপক্ষ তাকে আটক করে।
প্রতিবেদনে আরও বলা হয়, জানালায় আটকে যাওয়া ওই অভিবাসীকে উদ্ধারে তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের কর্মকর্তারা মই ব্যবহার করেন। ওই ফ্লাটে ৩৫ জন বিদেশি বাস করতেন। বিদেশিদের প্রত্যেকেই মালয়েশিয়ার মারাং এবং কুয়ালা নিরাসের নির্মাণ স্থাপনায় কাজ করতেন।
শনিবার তেরেঙ্গানু ইমিগ্রেশন বিভাগের উপ-পরিচালক মাত আমিন হাসান বলেন, শুক্রবার রাত ৯টার দিকে জাতীয় নিরাপত্তা পরিষদ ও জাতীয় নিবন্ধন বিভাগের সহায়তায় অভিযানের সময় ভবন থেকে যেন কেউ পালিয়ে যেতে না পারে, কর্তৃপক্ষ সব পথ বন্ধ করে দেয়।
উপ-পরিচালক মাত আমিন হাসান এক বিবৃতিতে বলেন, বিদেশিরা ভবনের জরুরি সিঁড়ি ও লিফট ব্যবহার করে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সব প্রস্থান পথ বন্ধ থাকায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।
অভিযানের সময় দুই কিশোরসহ মোট ২১৮ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় বৈধ কাগজপত্র না থাকা-সহ বিভিন্ন অপরাধের অভিযোগে বাংলাদেশ, মিয়ানমার, পাকিস্তান, ইন্দোনেশিয়া এবং ভারতের নাগরিকসহ ৩৫ জনকে আটক করা হয়।
আটকদের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা জানা যায়নি। আটকদের আজিল ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপ-পরিচালক মাত আমিন হাসান।
এমআরএম/এমএস