মক্কা-মদিনায় দুই প্রসিদ্ধ ইমাম আজ জুমআ পড়াবেন

সর্বোচ্চ সতর্কতার সঙ্গে প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যেই কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে আজ জুমআ অনুষ্ঠিত হবে। রবিউস সানি মাসের তৃতীয় জুমআয় বিশ্ববিখ্যাত কারি শায়খ শুরাইমসহ দুই ইমামকে দায়িত্ব দিয়েছে হারামাইন কর্তৃপক্ষ।
০৪ ডিসেম্বর মোতাবেক ১৯ রবিউস সানি। চলতি আরবি মাসের তৃতীয় জুমআয় বিশ্বব্যাপী ইলমে কেরাতের দুই প্রসিদ্ধ কারী জুমআর খুতবা দেবেন এবং নামাজ পড়াবেন। হারামাইন কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী জুমআর খুতবা প্রদান ও ইমামতির নির্বাচিত প্রসিদ্ধ দুই ইমাম হলেন-
- কাবা শরিফে ইলমে কেরাতের প্রসিদ্ধ ও প্রবীণ ইমাম শায়খ ড. সৌদ আস-শুরাইম।
- মদিনার প্রসিদ্ধ ইমাম শায়খ ড. আব্দুল বারি আত-থুবাইতি।
যথাযথ নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ও নিজস্ব মুসাল্লাসহ মুসল্লিরা নিরাপদে এ দুই পবিত্র নগরী মক্কার মসজিদে হারামে এবং মদিনার মসজিদে নববিতে উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।
এমএমএস/এমএস