শায়খ শুরাইম ও আহমদ মক্কা-মদিনায় জুমআ পড়াবেন

মক্কার মসজিদে হারাম তথা কাবা শরিফ ও মদিনার মসজিদে নববিতে যথাযথ নিরাপত্তায় খুতবাহ ও জুমআ অনুষ্ঠিত হবে। জুমআর খুতবা শোনা থেকে নামাজ পড়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে থাকবে সর্বোচ্চ স্বাস্থ্য সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা। হারামাইন কর্তৃপক্ষ আজকের খুতবাহ ও জুমআর জন্য নির্বাচিত করেছেন দুইজন প্রসিদ্ধ ইমাম।
আজ ২২ জানুয়ারি ২০২১ মোতাবেক ০৯ জুমাদা আল আখিরা। জুমআ আদায়ে মুসলিম উম্মাহর সবার জন্য উন্মুক্ত রয়েছে মক্কা ও মদিনা। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে নামাজে অংশগ্রহণকারীরা যাদের খুতবাহ শুনবেন; তারা হলেন-
- কাবা শরিফ : প্রখ্যাত ইসলামিক স্কলার প্রবীণ ইমাম ও কারি শায়খ ড. সৌদি আশ-শুরাইম।
- মদিনা মুনাওয়ারা : প্রসিদ্ধ ইমাম ও খতিব শায়খ ড. আহমদ তালেব হামেদ।
তবে জুমআর নামাজে অংশগ্রহণকারী স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায় মাস্ক পরে নিজস্ব মুসাল্লাসহ উপস্থিত হয়ে খুতবা শোনবেন এবং নামাজ আদায় করবেন।
উল্লেখ্য, সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জুমআর নামাজের খুতবা ও নামাজ সরাসরি সম্প্রচার করবেন। হারামাইনডট ইনফোসহ অনেক চ্যানেলেও এ নামাজ সরাসরি সম্প্রচারিত হয়।
এমএমএস/জেআইএম