Jago News logo
ঢাকা, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০১৭ | ১৬ চৈত্র ১৪২৩ বঙ্গাব্দ

ফাতেহায়ে ইয়াজদাম আগামীকাল


ধর্ম ডেস্ক

প্রকাশিত: ০৬:৫২ পিএম, ০৯ জানুয়ারি ২০১৭, সোমবার
ফাতেহায়ে ইয়াজদাম আগামীকাল

চাঁদের হিসাব অনুযায়ী প্রতি বছর রবিউস সানী মাসের ১১ তারিখ যথাযোগ্য মর্যাদায় ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপিত হয়। সে হিসেবে আগামীকাল ১০ জানুয়ারি মঙ্গলবার দেশব্যাপী ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষ্যে দোয়া মাহফিল উদযাপিত হবে।

হজরত শেখ সৈয়দ মুহিউদ্দীন আবদুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলাইহি ৫৬১ হিজরির ১১ রবিউস সানির এ দিনে ইরাকের বাগদাদ নগরীতে ইন্তেকাল করেন। তাঁর স্মরণেই মুসলিম বিশ্বে এ দিনটিকে ফাতেহায়ে ইয়াজদাহম হিসেবে পালন করে থাকে। তাঁর রূহের মাগফিরাত কামনা করে থাকে।

এ মহান মনীষী ৪৭০ হিজরিতে পারস্যের জিলান নামক শহরের নিফ বা নায়ফ গ্রামে জন্মগ্রহণ করেন।

এমএমএস/পিআর

আপনার মন্তব্য লিখুন...