‘এই দেশের দরকার সাহসী ও সৎ মানুষ’

মাহবুব কবীর মিলন
মাহবুব কবীর মিলন
মেধাবী, অ-মেধাবী, ফেল্টু, ফুল মেধাবী, হাফ মেধাবী দিয়ে কিছুই যায় আসবে না। দরকার ভাল মানুষ। কয়জন চ***রের খাতায় নাম লিখাবে সেটাই মূখ্য বিষয়।
১০০ টাকা খা*ওয়া অ-মেধাবীর চেয়ে ১০০ টাকা খা*ওয়া ফুল মেধাবীর দিকে চেয়ে কষ্ট পেয়েছি অনেক বেশি। তার উপর টাকা খা*ওয়া ফুল মেধাবী যদি হিপোক্র্যাট হয়, মোটিভেশন দিয়ে বেড়ায় সমাজে।
এই দেশের দরকার ভাল মানুষ। দরকার সাহসী এবং সৎ মানুষ। যে তার কাজকে Own করবে, যাকে কখনোই কেনা যাবে না। যে কোন অবস্থায় বিক্রি হবে না। যার মেরুদণ্ড আছে। যার মাথা উঁচু থাকবে চিরজীবন।
(অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনের ফেসবুক স্ট্যাটাস)
জেএইচ/এমএস