করোনার কারণে চট্টগ্রাম-কক্সবাজার থেকে ঢাকায় ফিরে এলো ডিপিএল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ১১ মার্চ ২০২০

করোনাভাইরাসের কারণে শুধু এআর রহমানের কনসার্ট ও বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচই আপাতত স্থগিত নয়। ঢাকার ক্লাব ক্রিকেটের মূল আসর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) যে খেলাগুলো কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হওয়ার কথা ছিল- তাও হচ্ছে না।

প্রিমিয়ার লিগের ভেন্যু বদলে রাজধানী ঢাকা ও তার আশপাশে ফিরিয়ে আনা হয়েছে। আজ (বুধবার) বিকেলে প্রিমিয়ার লিগের আয়োজক সংগঠন সিসিডিএম (ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিটনের) সভায় এ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন জাগো নিউজকে সন্ধ্যায় জানিয়েছেন, ‘এখন আর ঢাকার বাইরে প্রিমিয়ার লিগের খেলা হবে না। কক্সবাজারে শেখ কামাল স্টেডিয়ামের এক ও দুই নম্বর মাঠ আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম তিন রাউন্ড খেলা হওয়ার কথা থাকলেও, আমরা তা ঢাকার শেরে বাংলা স্টেডিয়াম, ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম আর সাভারের বিকেএসপিতে স্থানান্তর করেছি।’

আলী হোসেন আরও জানিয়েছেন, প্রথম রাউন্ডের তিন ম্যাচ হবে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। উল্লেখ্য, আগামী ১৫ মার্চ আবাহনী আর পারটেক্সের ম্যাচটি হবে হোম অফ ক্রিকেটে।

এছাড়া ঐদিন আরও দুটি খেলা রয়েছে। যার একটিতে মুখোমুখি হবে গতবারের রানার্সআপ লিজেন্ডস অব রুপগঞ্জ আর নবাগত ওল্ড ডিওএইচএস। অপর ম্যাচে প্রাইম দোলেশ্বর খেলবে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে।

শেষের ম্যাচ দুটি কোন দুই ভেন্যুতে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। তবে এটি নিশ্চিত যে একটি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আর অন্যটি বিকেএসপিতে স্থানন্তর করা হবে। একইভাবে পরদিন ১৬ মার্চের তিন ম্যাচও হবে মিরপুরের শেরে বাংলা, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপিতে।

এআরবি/এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।