করোনা থেকে রক্ষা অসি পেসারের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১৩ মার্চ ২০২০

হঠাৎ গলা ব্যথা। সতর্কতার জন্যই কেন রিচার্ডসনকে সঙ্গে সঙ্গে কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। কোভিড-১৯ ভাইরাস পরীক্ষাও করা হয় তার। স্বস্তির খবর হলো, পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি, ফল এসেছে ‘নেগেটিভ’।

করোনা মুক্ত জানার পর হোটেল কোয়ারেন্টাইন থেকে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিয়েছেন রিচার্ডসন। তবে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একাদশে রাখা হয়নি ২৯ বছর বয়সী এই পেসারকে।

করোনা আতঙ্কে নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের দিবারাত্রির প্রথম ওয়ানডেটি দর্শকশূন্য গ্যালারিতে রুদ্ধদ্বার অবস্থায় হচ্ছে। খেলার প্রাণই দর্শকরা, উপায়ন্তর না থাকায় কোনোমতে ম্যাচ শেষ করা আর কি!

বৃহস্পতিবার হালকা গলা ব্যথা দেখা দেয় রিচার্ডসনের। অস্ট্রেলিয়ার মেডিক্যাল টিমের কাছে তিনি সেটা জানানোর সঙ্গে সঙ্গেই এই পেসারকে পাঠিয়ে দেওয়া হয় কোভিড-১৯ ভাইরাস পরীক্ষার জন্য। পরীক্ষায় স্বস্তির ফল এসেছে রিচার্ডসনের জন্য।

এদিকে করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ পুরোটাই দর্শকশূন্য গ্যালারিতে রুদ্ধদ্বার অবস্থায় খেলবে অসিরা।

শুধু তাই নয়, চলতি মাসের শেষদিকে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজ এখন পড়ে গেছে অনিশ্চয়তায়। তবে ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ সরাসরি টেলিভিশনে দেখা যাবে। টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে এখনই সিদ্ধান্ত নেয়নি সিএ। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা ভবিষ্যৎ সিরিজগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

ওয়ানডে সিরিজটি রুদ্ধদ্বারে করার সিদ্ধান্ত নেয়ার কয়েক ঘণ্টা আগেই অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে দেশটির ক্রিকেট বোর্ড। এ সফর পরে আদৌ হবে কি না সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।