করোনা ছড়ানোয় চীনাদের ধুয়ে দিলেন শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫৪ পিএম, ১৪ মার্চ ২০২০

করোনাভাইরাসের প্রভাবে একধরনের স্থবিরতা চলে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। সারাবিশ্বে খেলাধুলার অনেক আসরই গেছে থেমে। স্থগিত করা হয়েছে বিশ্ব ক্রিকেটের অনেক টুর্নামেন্ট। এমনকি জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) পিছিয়ে দেয়া হয়েছে ১৭ দিনের।

তবে রুদ্ধদ্বার অবস্থায় দর্শকশূন্য গ্যালারিতে চলছে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। কিন্তু করোনা আতঙ্কের কারণে এরই মধ্যে পাকিস্তান ছাড়তে শুরু করেছেন বিদেশি ক্রিকেটাররা। মাত্র ৮ দিন বাকি থাকতে তারকা ক্রিকেটারদের প্রস্থান টুর্নামেন্টের রঙ অনেকটাই মলিন করে দিয়েছে।

যে কারণে বেশ ক্ষেপেছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। করোনাভাইরাস ছড়ানোর কারণে তিনি সরাসরি দায়ী করছেন চীনের নাগরিকদের। শোয়েব বুঝতেই পারছেন না, মানুষ কী করে বাদুর-কুকুর খেতে পারে। যা কি না পুরো বিশ্বের জন্যই ঝুঁকিপূর্ণ।

এক ভিডিওবার্তায় শোয়েব বলেন, ‘আমি কিছুতেই বুঝতে পারছি না তারা কী করে বাদুড় খেতে পারে, বাদুড়ের রক্ত-মুত্র পান করতে পারে। যা কি না সারাবিশ্বে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। আমি চীনাদের ব্যাপারে বলছি। তারা বিশ্বকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। আমি কিছুতেই বুঝতে পারছি না তারা কীভাবে বাদুড়, কুকুর, বিড়াল খেতে পারে। আমি সত্যিই রাগান্বিত।’

তিনি আরও বলেন, ‘আমি চীনা নাগরিকদের বিপক্ষে নই, তাদের করা পশু আইনের বিরুদ্ধে। আমি বুঝতে পারছি যে এটা হয়তো তোমাদের সংস্কৃতি কিন্তু এটা তো এখন তোমাদের কোনো উপকারে আসছে না। এটা মানবতাকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলছি না চীনাদের বয়কট করুন। কিন্তু এ বিষয়ে আরও ভাল আইন প্রয়োজন আছে। আপনি যা খুশি তা খেতে পারেন না।’

উল্লেখ্য, এরই মধ্যে সারাবিশ্বে প্রায় দেড় লাখ (১,৪৯,৩৫৭) মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন ৫৬০২ জন। যার মধ্যে শুধু চীনেই আক্রান্তের সংখ্যা ৮০,৮২৪ এবং মৃত ৩১৮৯ জন। এছাড়া পাকিস্তানে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৮০ জন।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।