ছুটিতে পাঠানো কর্মচারীদের সুপার মার্কেটে কাজ দিচ্ছে অস্ট্রেলিয়া!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২০

করোনার ভাইরাসের কারণে ভীষণ আর্থিক সংকটে ক্রিকেট অস্ট্রেলিয়া। খরচ কমাতে বোর্ডের কর্মচারীদের বাধ্যতামূলক ছুটিয়ে পাঠিয়েছে তারা। আগামী ৩০ জুন পর্যন্ত এই ছুটি, এই সময়ে কর্মচারীরা পাবেন মাত্র ২০ শতাংশ বেতন।

এমন অবস্থায় স্বভাবতই বিপদে পড়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার ওই কর্মচারীরা। তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে বোর্ডই।

কর্মচারীদের বিকল্প চাকরির ব্যবস্থা করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার অন্যতম স্পনসর এবং সুপার মার্কেট জায়ান্ট উলসওয়ার্থের কাছে অনুরোধ জানানো হয়েছে বলে জানিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী কেভিন রবার্টসন।

রবার্টসন বলেন, ‘আমি উলসওয়ার্থের সিইও ব্র্যাড বান্ডুচ্চিকে চিঠি লিখেছি। কারণ আমরা জানি যে এই সময়ে যে সমস্ত প্রতিষ্ঠানের অনেক কর্মী লাগে, সেগুলোর একটি উলসওয়ার্থ।’

করোনার এই সময়ে অস্ট্রেলিয়ায় আরও কিছু প্রতিষ্ঠান ও শিল্প-কলকারখানায় কর্মী দরকার হয়। সেসব জায়গাতেও খোঁজ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কেভিন রবার্টস। কর্মচারীদের এই বিপদের সময়টায় স্বল্পমেয়াদে কোনো একটা জায়গায় ঢুকিয়ে দিতে চান তারা।

প্রসঙ্গত, করোনাভাইরাসের কারণে ক্রিকেট অস্ট্রেলিয়া বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে তাদের ফুলটাইম কর্মচারীদের মধ্যে ৮০ শতাংশকেই। যে সংখ্যাটা হবে ৩৩০ জনের মতে। তারা শেষ দুই অর্থ বছরের মাত্র ২০ শতাংশ বেতন পাবেন।

এমএমআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।