‌এ তো নতুন নয়, ক্রিকেটারদের অভ্যাস আছে : রাহানে

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:০০ পিএম, ২৯ এপ্রিল ২০২০

আইপিএল মানেই মাঠভর্তি দর্শক। চেঁচামেচি, শোরগোলে উৎসব উৎসব পরিবেশ। দর্শক মাঠে না থাকলে সেই উৎসব আমেজটা থাকবে? আইপিএল তো পানসে হয়ে যাবে! তবে ভারতীয় ব্যাটসম্যান আজিঙ্কা রাহানে এমনটা মানতে নারাজ।

গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএলের এবারের আসর। করোনার কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেছে। শোনা যাচ্ছে, সামনে দুই-তিন মাসের মধ্যে দর্শকশূন্য স্টেডিয়ামে সম্ভব হলেও আইপিএল মাঠে গড়াবে।

রাহানে এতে সমস্যার কিছু দেখছেন না। তিনি বলেন, ‘আইপিএল বা অন্য যে কোনো খেলাই দর্শকবিহীন মাঠে হতে পারে। আমরা সবাই ঘরোয়া ক্রিকেটে প্রায় শূন্য মাঠে খেলি। তাই সব ক্রিকেটারের সেই অভিজ্ঞতা আছে।’

দর্শকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি প্রাধান্য দিতে গিয়ে খালি মাঠে খেলা হলে আপত্তি নেই রাহানের। ঘরে বসে খেলা দেখলেও বিনোদনটা তেমন কম পড়বে না, মনে করেন ডানহাতি এই ব্যাটসম্যান।

রাহানে বলেন, ‘এটা ঠিক, দর্শক ছাড়া আমরা কিছুই না। আর সে কারণেই তাদের সুরক্ষা সবার আগে। যদি তারা বাড়িতে বসে লাইভ খেলা দেখতে পারেন, আমি নিশ্চিত সেটাও উপভোগ করবেন। দর্শকদের সুরক্ষা বড় ব্যাপার, যদি সেজন্য খালি মাঠে খেলতে হয়, আমরা রাজি আছি।’

এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।