এবার নিলামে গেইল-রিয়াদদের স্বাক্ষরিত ব্যাট
করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকা নিলামে তুলছেন নিজেদের স্মৃতিস্মারক। সে তালিকায় এবার যোগ দিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও। আখতার গ্রুপের মালিকানাধীন দলটি নিলামে তুলেছে তাদের দলের খেলোয়াড়দের সংরক্ষিত ব্যাট।
সবশেষ বিপিএলে তৃতীয় হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন চট্টগ্রাম। সে দলে ছিলেন ক্রিস গেইল, লেন্ডল সিমন, লিয়াম প্লাংকেট, ইমরুল কায়েস, রুবেল হোসেন, নাসির হোসেন, নুরুল হাসান সোহানদের মতো তারকা ক্রিকেটাররা।
তাদের সবার স্বাক্ষরিত অফিসিয়াল টিম ব্যাটই নিলামে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর নিলামও শুরু হয়ে গেছে এরই মধ্যে। যা চলবে আগামী ১৬ মে পর্যন্ত। চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির আশা এর মাধ্যমে অন্তত ৬ লাখ টাকার অনুদান সংগ্রহ করতে পারবেন তারা।
এ নিলামে সর্বোচ্চ পাঁচ অনুদানকারীদের নেয়া হবে নিলাম প্রক্রিয়া সম্পন্ন করার ফেসবুক লাইভ সেশনে। এই ক্যাম্পেইন থেকে প্রাপ্ত সকল অর্থ স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশনের মাধ্যমে খরচ করা হবে করোনা দুর্গতদের সাহায্যের কাজে। এ নিলাম প্রক্রিয়া চলছে ‘চলসবাইডটকম’র মাধ্যমে।
ব্যাট নিলামে তোলার ঘোষণা দিয়ে তারা নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে, ‘করোনাভাইরাসের বিশ্বব্যাপী মহামারীর প্রকোপ এবং লকডাউনের মাঝে আমাদের একে অপরের পাশে এসে দাঁড়ানো খুবই জরুরী হয়ে পড়েছে।
তাই সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হাত মিলিয়েছে স্পৃহা বাংলাদেশ ফাউন্ডেশন-এর সাথে। নিলামে উঠছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলের সকল খেলোয়াড়দের স্বাক্ষরিত অফিসিয়াল টিম ব্যাট।
ভিজিট করুন: https://choloshobai.com/campaign/challengers/
অনুদান দিয়ে আপনিও যোগ দিন আমাদের দলে। সর্বোচ্চ পাঁচ অনুদানকারীর মধ্যে থেকে জয়েন করুন ফেসবুক লাইভে আমাদের ক্রিকেটারদের সাথে ১৬ই মে-এর নিলাম অনুষ্ঠানে।’
এসএএস/পিআর