করোনাভাইরাসে আক্রান্ত পাকিস্তানি ওপেনার

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৪ মে ২০২০

চলতি শতকের শুরুর দিকে পাকিস্তান ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বাঁহাতি ওপেনার তৌফিক ওমর। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের বাইরে থাকা ৩৮ বছর বয়সী এ ব্যাটসম্যান কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

ফলে এখন স্বাস্থ্যবিধি অনুসরণ নিজ বাড়িতেই সেলফ আইসোলেশনে রয়েছেন তৌফিক। শনিবার রাতে তার পরীক্ষার ফলাফল এসেছে কোভিড-১৯ পজিটিভ। পাকিস্তানের ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়া তিনিই প্রথম।

নিজ দেশের সংবাদমাধ্যম জিও নিউজকে তৌফিক বলেছেন, ‘গত রাতে (শনিবার) আমি অসুস্থবোধ করায় দেরি না করে পরীক্ষা করিয়ে ফেলি। পরীক্ষার ফল এসেছে পজিটিভ। আমার উপসর্গ তেমন গুরুতর নয়। আমি এখন নিজ বাড়িতেই আইসোলেটেড আছি, সবাই আমার জন্য দোয়া করবেন।’

পাকিস্তান ক্রিকেট দলের হয়ে ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত সময়ে ২২ ওয়ানডে এবং ৪৪ টেস্ট খেলেছেন তৌফিক। সাদা পোশাকে ৭ সেঞ্চুরিতে ২৯৬৩ এবং রঙিন পোশাকে ৭ ফিফটিতে ৫০৪ রান করেছেন তিনি।

এসএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।