লকডাউনে ক্রিকেট খেলে তোপের মুখে বিজেপি নেতা
করোনাভাইরাসের লকডাউনের মধ্যেই ক্রিকেট খেলেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপি দিল্লী প্রধান ও সংসদ সদস্য মনোজ তিওয়ারি। সে ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেশের শীর্ষস্থানীয় পদে বসেও লকডাউনের নিয়মাবলী ভঙ্গ করায় সমালোচনায় পড়েছেন মনোজ।
হরিয়ানার শনিপাটে রীতিমতো আয়োজন করেই ক্রিকেট খেলেছেন মনোজ। তার এই খেলার ভিডিও আপলোডের পরপরই তা ভাইরাল হয়ে গেছে। যদিও মনোজের দাবী যথাযথ নিয়মকানুন মেনেই খেলেছেন তিনি। কিন্তু ভিডিওতে দেখা গেছে ন্যুনতম মাস্কটাও পরেননি এ বিজেপি নেতা।
ভারতভিত্তিক সংবাদমাধ্যম এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) মনোজ জানিয়েছেন, মূলত সরকার যে খেলার জন্য স্টেডিয়াম খোলার অনুমতি দিয়েছে, সেটি মেনেই পরীক্ষামূলকভাবে ক্রিকেট খেলেছেন তিনি। আর এতে কোন নিয়মেরও লঙ্গন হয়নি।
মনোজ বলেছেন, ‘আমি শুরু থেকেই সামাজিক দূরত্বসহ লকডাউনের সকল নিয়মকানুন মেনে চলছি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের স্টেডিয়ামগুলো খেলার জন্য খোলার অনুমতি দিয়েছে, তবে কোন দর্শক থাকতে পারবে না। আমি সে আদেশ মোতাবেকই খেলতে গিয়েছি। সেখানে বাকিসব নিয়মকানুন মানা হয়েছে।’
গত ১৭ মে স্টেডিয়ামে অনুশীলনের অনুমতি দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেটি শুধুমাত্র ক্রীড়াবিদদের জন্য। যারা অলিম্পিকের জন্য নিজেদের প্রস্তুত করার জন্য অপেক্ষায় রয়েছেন। কিন্তু এই অনুমতির ভুল ব্যবহার করে মনোজ নিজেই নেমে পড়েছেন মাঠে।
আর এ কারণেই নেটিজেনদের তোপের মুখেও পড়েছেন তিনি। বিশেষ করে দিল্লির সঙ্গে যখন কার্যত বিচ্ছিন্ন হরিয়ানা, তখন তিনি হরিয়ানায় গিয়ে ক্রিকেট খেলার মাধ্যমে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছেন- এমনটাই বলাবলি করা হচ্ছে সব জায়গায়।
ईश्वर सबको खेल भावना से ओतप्रोत रखे.. सब स्वस्थ रहें.. सबकी immunity मज़बूत रहे.. pic.twitter.com/HagBN4Qc4F
— Manoj Tiwari (@ManojTiwariMP) May 24, 2020
এসএএস/জেআইএম