থাকার ঘর সংকটে বাতিল হচ্ছে পাকিস্তানের অনুশীলন ক্যাম্প

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ০৯ জুন ২০২০

করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার লক্ষ্যে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এক অনুশীলন ক্যাম্প আয়োজনের চিন্তা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু খেলোয়াড়-কোচিং স্টাফদের জন্য যথাযথ স্বাস্থ্য সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে না পারায় বাতিল হওয়ার মুখে এই অনুশীলনের পরিকল্পনা।

জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে, খেলোয়াড়দের জন্য যথাযথ স্বাস্থ্য সুরক্ষিত পরিবেশ তৈরি করতে গিয়ে বেশ কিছু বাধার সম্মুখীন হচ্ছে পিসিবি। যার মধ্যে অন্যতম সবার জন্য আলাদা আলাদা থাকার ঘর নিশ্চিত করা।

লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) খেলোয়াড়দের থাকার মতো রয়েছে ২১টি ঘর। কিন্তু অনুশীলন ক্যাম্পে শুধু খেলোয়াড়ই থাকবেন ২৫ জন, সঙ্গে কোচিং স্টাফদের মিলিয়ে প্রায় ৪০ জনের জন্য আলাদা আলাদা থাকার ঘরের প্রয়োজন। যা দিতে পারছে না এনসিএ।

এ সমস্যা সমাধানে পিসিবি ভেবেছিল খেলোয়াড় ও কোচিং স্টাফদের থাকার জন্য এনসিএ থেকে ৮ কিলোমিটার দূরে একটি ফাইভ স্টার হোটেল ভাড়া নেবে। কিন্তু বর্তমানে যেভাবে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাতে করে প্রতিদিন এতটা রাস্তা ভ্রমণ করে অনুশীলনে যোগ দেয়া নিরাপদ নয়। তাই আপাতত এ অনুশীলন ক্যাম্প না হওয়ার সম্ভাবনাই বেশি।

আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে তাদেরই মাটিতে তিন টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলতে যাবে পাকিস্তান। মূলত সে সিরিজের জন্যই অনুশীলন ক্যাম্পের কথা ভেবেছিল পিসিবি। এখন সেটি হবে কি না তা পুরোপুরি অনিশ্চিত।

তবে অনুশীলন ক্যাম্প হোক বা না হোক, জুলাই মাসের প্রথম সপ্তাহে ইংল্যান্ডের উদ্দেশে উড়াল দেবে পাকিস্তান। সেখানে গিয়ে কোয়ারেন্টাইন এবং ট্রেনিংয়ের জন্য রাখা হবে ৪ সপ্তাহ সময়। তবে নিজেদের যাত্রাসূচিতে এক সপ্তাহ সময় এদিক-ওদিক করতে পারে পিসিবি।

এসএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।