ইংল্যান্ড সফরের আগে পাকিস্তানি ক্রিকেটারদের দ্বিগুণ সতর্কতা

আগামী আগস্ট-সেপ্টেম্বরে ইংল্যান্ডের মাটিতে তিন টেস্ট ও সমানসংখ্যক টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান ক্রিকেট দল। সে লক্ষ্যে চলতি মাসের শেষদিকেই ইংল্যান্ডে চলে যাবেন পুরো দল। কেননা সেখানে তাদের থাকতে হবে বাধ্যতামূলক আইসোলেশনে এবং সেখানেই হবে অনুশীলন ক্যাম্প।
এ সফরের আগে বাড়তি সতর্কতা অবলম্বন করা হবে পাকিস্তানের ক্রিকেটারদের। আগামী ২৮ জুন বিশেষ ভাড়া করা চাটার্ড ফ্লাইটে ওঠার আগে তিনদিনের ব্যবধানে দুইবার করোনা পরীক্ষার মুখোমুখি হবেন বাবর আজম, সরফরাজ আহমেদরা।
পাকিস্তানের ক্রিকেট বোর্ডের ঘনিষ্ঠ সুত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডে জানাচ্ছে, আগামী সোমবার (২২ জুন) প্রথমবার এবং বুধবার (২৪ জুন) দ্বিতীয়বার হবে করোনা পরীক্ষা। মূলত এ কারণেই ২৯ জনের বিশাল স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
পিসিবি সুত্র বলেছে, ‘খেলোয়াড় এবং টিম ম্যানেজম্যান্টের প্রথম পরীক্ষাটা হবে তাদের নিজ নিজ শহরে বা বাসস্থানে। পরে সবাই বুধবারে লাহোরে এসে একত্রিত হবে। যেখানে বোর্ড একটি ফাইভ-স্টার হোটেলে সবার জন্য সুরক্ষিত পরিবেশের ব্যবস্থা করছে। চাটার্ড ফ্লাইটে ওঠার আগে সবাই সেখানেই থাকবে।’
সেই সুত্র আরও বলেছে, ‘দ্বিতীয় পরীক্ষাটি হবে লাহোরে। তখন যদি কোন খেলোয়াড় পজিটিভ হন, তবে তাকে ইংল্যান্ডে নেয়া হবে না। এজন্যই মূলত রিজার্ভ স্কোয়াড ঘোষণা করা হয়েছে।’
পাকিস্তানের ২৯ সদস্যের স্কোয়াড
ওপেনার: আবিদ আলি, ফাখর জামান, ইমাম উল হক এবং শান মাসুদ।
মিডল অর্ডার: আজহার আলি (অধিনায়ক), বাবর আজম (টেস্ট সহ অধিনায়ক, টি-টোয়েন্টি অধিনায়ক), আসাদ শফিক, ফাওয়াদ আলম, হায়দার আলি, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ এবং শোয়েব মালিক।
উইকেটরক্ষক: মোহাম্মদ রিজওয়ান এবং সরফরাজ আহমেদ।
ফাস্ট বোলার: ফাহিম আশরাফ, হারিস রউফ, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, সোহেল খান, উসমান শিনওয়ারি এবং ওয়াহাব রিয়াজ।
স্পিনার: ইমাদ ওয়াসিম, কাশিফ ভাট্টি, শাদাব খান এবং ইয়াসির শাহ।
টিম ম্যানেজম্যান্ট
হেড কোচ- মিসবাহ উল হক
সহকারী হেড কোচ- শহিদ আসলাম
বোলিং কোচ- ওয়াকার ইউনিস
ফিল্ডিং কোচ- আব্দুল মাজিদ
স্ট্রেন্থ এন্ড কন্ডিশনিং কোচ- ইয়াসির মালিক
টিম এনালিস্ট- তালহা বাট
ফিজিওথেরাপিস্ট- ক্লিফ ডেকন
ম্যাসিয়ার- মালাং আলি
ম্যানেজার- মনসুর রানা
সিকিউরিটি ম্যানেজার- কর্ণেল (অব.) উসমান রিফাত আনওয়ারি
মিডিয়া ম্যানেজার- রাজা রশিদ
বাড়তি টিম ম্যানেজম্যান্ট
ব্যাটিং কোচ- ইউনিস খান (শুধু ইংল্যান্ড সফর)
স্পিন কোচ- মুশতাক আহমেদ (শুধু ইংল্যান্ড সফর)
টিম ডক্টর- সোহেল সেলিম (শুধু ইংল্যান্ড সফর)
এসএএস/পিআর