ঢাকার বাসায় আইসোলেশনে মাশরাফি
করোনা থাবা বসিয়েছে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার ওপরও। আজ দুপুরে তিনি নিজেই বিষয়টা জাগো নিউজকে নিশ্চিত করেন।
মাশরাফির ব্যক্তিগত সহকারী জামিল আহমেদ সানির বরাত দিয়ে আগেই মিডিয়ায় প্রচার হয়েছে, তার করোনা পজিটিভ হওয়ার সংবাদটি। তবে জাগো নিউজের পক্ষ থেকে দুপুর গড়িয়ে বিকেল নামতেই যোগাযোগ করা হলে তিনিও বিষয়টা নিশ্চিত বলে জানান।
ঢাকায়ই মাশরাফির করোনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসার পর এখন তিনি মিরপুরে নিজের বাসায় আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
জানা গেছে, গত দু’দিন আগে প্রথমে জ্বর ও শরীর ব্যথা ছিল মাশরাফির। এরপর করোনা টেস্ট করা হয়। আজ শনিবার দুপুরের পর পরই রিপোর্ট মিলেছে। করোনা পজিটিভ।
এর আগে গত সোমবার (১৫ জুন) করোনায় আক্রান্ত হন মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনে আরা। রোববার (১৪ জুন) রাতে হোসনে আরার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ঢাকার বাসায় চিকিৎসা চলছে তার। হোসনে আরার করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন ডা. মো. আবদুল মোমেন।
এআরবি/আইএইচএস